শিরোনাম
জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন  ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা  জলঢাকায় জামায়াত নেতা মিঠুর নেতৃত্বে তরুণী রক্ষা পেলো ধর্ষণের হাত থেকে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে  নেহাল ডাক্তার হতে আগ্রহী”  বটিয়াঘাটায় বিএনপি ১নং জলমা ইউনিয়ন পকেট কমিটি করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ‎ ভাঙ্গন কবলে ফসলী জমি মসজিদ-কবরাস্থান,বসত বাড়ী”সারি নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল  সুন্দরবনে বন কর্মীদের অভিযানে ১৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি জব্দ 
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় বিএনপি ১নং জলমা ইউনিয়ন পকেট কমিটি করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ‎

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

‎বটিয়াঘাটা জলমা ইউনিয়নে বিএনপির পকেট কমিটির বিরুদ্ধে গতকাল বুধ বার বেলা ১২টার সময় বটিয়াঘাটা প্রেসক্লাবে ১নং জলমা ইউনিয়নের ২ ও ৫ নং ওয়ার্ড বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিকদার ।তিনি বলেন,১নং জলমা ইউনিয়নের ২ ও ৫ নং ওয়ার্ডের যে পুর্নাঙ্গ কমিটি জলমা ইউনিয়ন বিএনপি প্রকাশ করেন তা তাদের ইচ্ছে মত করা। বটিয়াঘাটা থানার ১নং জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহল মোমেন লিটনের একটি ফেসবুক পেজ থেকে লিখিত ২ও ৫ নং ওয়ার্ড বিএনপির পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করেছেন। যা ২ ও ৫ নং ওয়ার্ড বিএনপি অবগত না।

‎আমরা জলমা ইউনিয়ন বিএনপির কাছে একটি খসড়া কমিটি করে দিয়েছিলাম।কিন্তু সে কমিটিতে থাকা দুঃসময়ে রাজপথের নেতা কর্মীদের বাদ দিয়ে রুহল মোমেন লিটন ও আসাবুর হাওলাদার তাদের মতো করে চাঁদাবাজ,লুটপাট কারী,ভুমি দস্যু, আওয়ামী দোসরদের অর্ন্তরভুক্ত করে কমিটি প্রকাশ করেছে।বাদ পড়েছে বিগত দিনে বার রার কমিটিতে থাকা ত্যাগী নেতা কর্মীরা।১নং জলমা ইউনিয়ন বিএনপির মুল কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে আমরা অনেকের চেহারা রাজ পথে কোন দিন দেখিনাই।আমাদের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে যে পকেট কমিটি করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।তিনি আরো বলেন, থানা,জেলা সহ বিএনপির উর্ধতন নেতৃবৃন্দ যাতে এইসব অযোগ্য,লোভি লুট করি,আওয়ামী দোসররা পদে আসতে না পারে এবং এই কমিট বাতিল করে,নতুন কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা যায়গা পায় তার ব্যাবস্থ নেয়ার জন্য অনুরোধ জানান।””৷ এ সময়ে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, ১নং জলমা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সভাপতি আঃ রহমান সানা,২নং সভাপতি মোঃ শাহ আলম আকন ,৯ নং ওয়ার্ড বাবুল খা,৯ নং ওয়ার্ড সাধারন সম্পাদক পান্না মিয়া,কাশেম,কামরুল ইসলাম,মোঃ হেমায়েত হাওলাদার,জলিল আকন,মোঃ জাহিদ মোড়ল সদস্য,মোঃ আঃ মালেক মুধা,ডা মোঃ দুলাল আকন, মোঃ রবিউল আউয়ালো,মোঃ মিলন আকন,মামুন সানা,মোঃ সোবাহান গঞ্জেী, মোঃ আজগর মোল্লা,মোঃ আসলাম শেখ,মোঃ তৈয়বুর গাজী,সহ আরো নেতা কর্মীরা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ