শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সুইসাইড নোট লি‌খে গলায় ফাঁস দি‌য়ে প্রেমিকার আত্নহত‌্যা 

স্টাফ রিপোর্টার / ৯১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার:

প্রেমি‌কের বিরু‌দ্ধে সুইসাইড নোট লি‌খে স্কুল ছাত্রী প্রেমিকার আত্নহত‌্যার ঘটনায় এলাকায় আ‌লোচনা সমা‌লোচনার ঝড় উ‌ঠে‌ছে । র‌বিবার দিবাগতরাত ১ টার দি‌কে প্রেমিকার বসত ঘ‌রে আত্নহত‌্যার ঘটনা ঘ‌টে। মৃত প্রেমিকা ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌চিয়া ৪ নং ওয়া‌র্ডের ম‌ফিজুল ইসলা‌মের মেয়ে নাজমা আক্তার (১৭) । সে চৌমহুনী দা‌খিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী। প্রেমিক একই এলাকার পাশাপা‌শি বা‌ড়ির স‌ফিজল জমাদ্দা‌রে ছে‌লে মোঃ রা‌কিব (২১) । ঘটনার পর থে‌কে অ‌ভিযুক্ত প্রেমিক রা‌কিব ও তার প‌রিবা‌রের লোকজন গাঢাকা দি‌য়ে‌ছে।

থানার এজাহার সূ‌ত্রে ও ভুক্ত‌ভোগীর পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানাযায়, নিহত নাজমা মাদ্রাসায় যাওয়া আসার প‌থে ক‌থিত প্রেমিক রা‌কিব তা‌কে উক্তত্ব কর‌তো । এ বিষয় নি‌য়ে দুই প‌ক্ষের ম‌ধ্যে ক‌য়েকবার ঝগড়া হয় । এক পর্যা‌য়ে রা‌কিব ও নাজমার ম‌ধ্যে প্রেমের সম্পর্ক গ‌ড়ে উ‌ঠে । গত শুক্রবার (১১ ই জুলাই ২০২৫)প্রেমিক রা‌কিব নাজমা‌কে না জা‌নি‌য়ে বি‌য়ে ক‌রে ফেল‌লে নাজমা রা‌কি‌বের ম‌ধ্যে ঝগড়া হয়।প‌রে সে‌টি গড়ায় পা‌রিবা‌রিক ভা‌বে । নাজমার পিতা ম‌ফিজুল ইসলাম জানায়, আমার মে‌য়েটা‌কে ওরা প্রেমের ফাঁ‌দে ফে‌লে বি‌ভিন্ন সময় অ‌নেক অত‌্যাচার ক‌রে‌ছে । তার প্রতি অন‌্যায় অ‌বিচা‌রের শোক সই‌তে না পে‌রে রোববার দিবাগত রাত ১টার দি‌কে আমার মে‌য়েটা তার রু‌মে গলায় ফাঁস দি‌য়ে আত্নহত‌্যা ক‌রে । সে মে‌য়ে হত‌্যার বিচার চায়।

বোরহানউ‌দ্দিন থানার ও‌সি ছি‌দ্দিকুর রহমান জানায়, নাজমার বাবা বাদী হ‌য়ে দোষী‌দের বিরু‌দ্ধে থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন । তদন্ত অনুযায়ী ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ