রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা মাড়িয়া গ্রামে ২০১৮ সালে নির্মান করা হয় মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র হাসপাতাল। হাসপাতালটি উদ্বোধনের পর থেকে রোগীদের নিয়মিত চিকিৎসা প্রদান করে আসছিলেন।
এলাকায় হাসপাতাল পেয়ে অতি আনান্দিত এলাকাবাসী। মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসা নিতে আসতেন। সরকার পতনের আগ পর্যন্ত মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চিকিৎসা মিলেছে। তবে সরকার পতনের পর থেকে আর মিলেনি কোনো চিকিৎসা।
দুর দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।তাদের অভিযোগ আমরা অনেক দুর থেকে এসে এখন আর চিকিৎসা পাই না। মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চিকিৎসক থাকলেও নেই কোনো ঔষধ ও চিকিৎসা। ঔষধ নিতে গেলেই শুনতে হয় ঔষধ নেই।
ভেঙ্গে গেছে মেইন দরজা নেই কোনো সংস্কার। মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র বর্তমানে মানুষের আবাস্থল এবং গরু ছাগল খাওয়ানোর জায়গা হয়ে উঠেছে। দেখা যায় কাপড় শুকানো থেকে শুরু করে সব কাজ হাসপাতালের মধ্যে হয়। হাসাপাতালে ঔষধ না থাকায় চিকিৎসা নিতে পারছেন না রোগীরা।