মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শাহান রবিন উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন একটি রাজনৈতিক দল সহ কিছু সংগঠন নির্বাচন পিছিয়ে দেয়ার জন্য সুকৌশলে মিটফোর্ড এর হত্যাকান্ড বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপির বিরুদ্ধে স্যোশাল মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বক্তারা আরো বলেন মিটফোর্ড এর হত্যাকান্ডের সত্যি ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে প্রকৃত হত্যা কাণ্ডের রহস্য উন্মোচন করছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত অপরাধীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গুজব অপপ্রচার চালাচ্ছে তাদেরই বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সচেতন করে বলেন কোন সম্প্রদায় বা গোষ্ঠী কোন অপপ্রচার চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে।