পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে পৌর খালপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে ২০০ গ্রাম গাজা সহ ২১টি ১০০টাকার ও ৫০ টাকার ৪৫টি পুড়িয়া পাওয়া যায়। মাদক বিক্রির ১৭৮৪ টাকা জব্দ করা সহ তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আল আমিন ও ক্যাপ্টেন খালিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়,তিনি বলেন আমাদের এটা নিয়মিত অভিযান।এই রকম অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, চাঁদাবাজি বিরুদ্ধে আমরা কাজ করতেছি। আটককৃতরা হলেন পঞ্চগড় পৌরসভার পৌর খালপাড়ার শ্রী মাসুদ দাস(৪৮) তার স্ত্রী রানী দাস(৪৫) শ্রী মাসুদ দাস পৌর খালপাড়ার বিপিন দাসদের ছেলে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল জানান, সেনাবাহিনীর টহল টিম আমাদের খবর দিলে তাৎক্ষণিক আমি আমার পুলিশ ফোর্সকে পাঠিয়ে দেই। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে গোপনে সুকৌশলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।