পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বাংলাদেশ সচিবালয়ের এক অবসর প্রাপ্ত কর্মকর্তার জমি দখলে নিতে ভুয়া কাগজ তৈরী করে, ভুয়া বায়নামা ও জাল এ্যাফিডেভিট তৈরী করে মামলা ফাসাতে গিয়ে এবং অগ্রনী ব্যাংক লিঃ শাখায় ভুয়া একাউন্ট তৈরী করে স্বাক্ষর জ্বাল করে ২০ লক্ষ টাকার চেক জালিয়াতি করতে গিয়ে ৬ প্রতারকের কোটি কোটি টাকার জালিয়াতি বেরিয়ে এসেছে। পঞ্চগড়, ঠাকুরগাও, পাবনা ও বরিশালে কোটি কোটি টাকার জালিয়াত চক্রের মুল হোতা সহ তিন প্রতারক পঞ্চগড় জেলা কারাগারে। (১) মোঃ ফিরোজ উদ্দিন (৪২), ম্যানেজার অগ্রনী ব্যাংক পরিবেশ ভবন শাখা আগারগাঁও ঢাকা।
(২) শাহবুদ্দিন মাহমুদ (৩৫) প্রিন্সিপাল অফিসার অগ্রনী ব্যাংক, পরিবেশ ভবন শাখা, আগারগাঁও ঢাকা, পঞ্চগড় আদালতে জামিন হতে গিয়ে আটক।
(৩) এক কলেজ অধ্যক্ষক কে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। বাংলাদেশ পুলিশ, সিআইডি রাজশাহী ও পিবিআই ঠাকুরগাও এবং পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার তদন্তকারী অফিসারের তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে বেরিয়ে আসে। সময়ের বড় রাঘব বোয়াল বা জালিয়াত চক্রে বড় একটি সিন্ডিকেট। বিস্তারিত জানতে চোখ রাখুন…