খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ আবহওয়া অধিদপ্তরের খুলনা কার্যালয়সূত্রে জানা যায়, গত ৭ জুলাই খুলনায় ৯০ মিলিমিটার এবং ৪ জুলাই একদিনে একশত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের ফলে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর টুটপাড়া, রয়েল মোড়, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোড-সহ বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে নগরীতে চলাচলকারী কর্মজীবী মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণকে ভোগান্তিতে পড়তে দেখা যায়।