সিলেট বুলেটিন ডেস্ক:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বদি রামনগর গ্রামে জমি চাষের সময় হাজারো বক পাখির মেলা। সুজলা, সুফলা, সবুজ শ্যামল পাহাড় পর্বত নদী নালা খাল বিল পাকা পাখালি নিয়ে আমাদের এই সৌন্দর্যের বাংলাদেশ। নানান রঙের বেরঙের পাখি আগে আমাদের চোখে দেখা দিলেও এখন সেভাবে আর চোখে পড়ে না। এটার একমাত্র কারণ হচ্ছে গাছপালা কেটে মানুষ বসতবাড়ি করতেছে। এবং গাছ কেটে কৃষকরা জমিতে চাষাবাদ করতেছে গড়ে উঠতেছে মিল কলকারখানা, মিল কল কারখানার বিষাক্ত ধোয়া শব্দ দূষণ ও পাখি শিকারীদের কারনে প্রায় বিলুপ্তির দিকে নানা প্রজাতির পাখি। বক পাখি এবং পানকৌড়ি পাখিকে ফাঁদ বসিয়ে ও বন্দুক দিয়ে স্বীকার করা হয়। তথ্য সংগ্রহ করতে যেয়ে হঠাৎ দৈনিক মানবাধিকার প্রতিদিনের সংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে এই বক পাখি। তিনি অপলক তাকিয়ে ছিল সেই পাখিগুলোর দিকে হঠাৎ করে এতগুলো সাদা বক পাখি দেখে আনন্দে মেতে ওঠেন এবং ক্যামেরাবন্দি করেন। আসুন আমরা শিকার থেকে বিরত থাকি, পাখিদের কে ভালোবাসি, কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) পাখিদের কে ভালবাসতেন,পাখি হচ্ছে সৌন্দর্যের প্রতিক।