শাম্মী তুলতুল একজন লেখক ও কথাসাহিত্যিক। গত ৩/৭/২০২৫ তারিখ সন্ধ্যা সাত ঘটিকায় রোজ বৃহস্পতিবার তার বাবা
আলহাজ্ব বীর নুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ খালেদ স্ট্রোক করে মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজে তাকে মৃত বলে ঘোষ্ণা করেন।মৃত্যুকালে তার তিন ছেলে তিন মেয়ে রেখে যান। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা.শিক্ষাবিদ. সমাজসেবক.এবং এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ এর সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন।
তিনি সব সময় সৎ সদা হাসিখুশি একজন গোপন দানবীর মানুষ ছিলেন। তার চারপাশের মানুষ ক্রন্দনরত।তার জানাজায় হাজার হাজার মানুষের ঢ্ল নামে।।জানাজা অনুষ্ঠিত হয় ৪ তারিখ জুমার নামাজের পর। তুলতুল বাবাকে হারিয়ে বাকরুদ্ধ। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বাবার জন্য । তার দুই টা পৃথিবী ছিল এখন মা বাবা কেউই নেই।বাবার জন্য অঝোর ধারায় অবিরত কান্না করে যাচ্ছেন। আল্লাহ তাকে জান্নাত নসীব করুক। গত ৭ তারিখ ২০২৫ উনার কুলখানি আর ফাতেয়া হয়। উনার অন্যান্য পরিচয় গুলো হলো. উপদেষ্টা(আমিন জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন). উপদেষ্টা (এশিয়াটিক কটন মিলস জামে মসজিদ).
উপদেষ্টা.(মদিনা ইসলামী মিশন বাংলাদেশ. চট্টগ্রাম।) উপদেষ্টা.(হজরত জিয়াউল হক মাইজভান্ডারী (রা:)জামে মসজিদ।) উপদেষ্টা. ( মোহাম্মদপুর হাই স্কুল পরিচালনা পরিষদ. রাউজান)।উপদেষ্টা.(শেখ ওমর জামে মসজিদ.রাউজান।) মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৮ বছর।