শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রে‌ৗমারী‌তে বিপুল পরিমাণে ইয়াবা ট‌্যাব‌লেট প‌্যা‌কেট করার সময় র‌ফিক মিয়া (৩৫) না‌মে এক মাদক কারবা‌রি‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত ব‌্যবসায়ী র‌ফিক মিয়ার বা‌ড়ি‌ থে‌কে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব‌্যবসায়ী র‌ফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মাদক ব‌্যবসায়ী র‌ফিক এলাকার চি‌হিৃত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে সে দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছে। সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণ ইয়াবা ট‌্যাব‌লেট প‌্যাকেট করা হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নোর চেষ্টা ক‌রে ওই কারবা‌রি। প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২হাজার ১০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লুৎফর রহমান ব‌লেন, এ বিষ‌য়ে মাদকদ্রব‌্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসা‌মি‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে। কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন জেলাকে মাদকমুক্ত করতে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ