শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের “নিরাপদ কর্মস্থল” দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি:

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি নিরাপদ কর্মস্থল ও উন্নত কাজের পরিবেশের দাবিতে “মানববন্ধন” কর্মসূচি পালন করেছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ হাসপাতালে সহিংসতা রোধ রোগী ও অভিভাবকদের দ্বারা কর্মীদের ওপর হামলা রোধে কঠোর পদক্ষপ চান

সোমবার(৩০জুন)সকাল এগারোটায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন,গত ২৮শে জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর বর্বর হামলার ঘটনা ঘটে।আমরা চাই এ বর্বর হামলায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা চাই।বাংলাদেশ ডিপ্লোমা এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেন।

 

উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি বলেন, ফার্মাসিস্ট আবু মোতালেব মামুন এর ওপর যে বর্বর হামলা ঘটনা অবগত হয়েছি , তাহা উদ্বোধন কর্তৃপক্ষেকে জানিয়েছি এবং উপজেলার প্রশাসন কে অবগত করানো হয়েছে, শীঘ্রই হামলাকারীর উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে, এবং আজকের মানববন্ধন নিরাপদ কর্মস্থল চাই এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথারীতি প্রেরণ করব।কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মস্থল হোক এটা আমরা চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কন্সান্টেন্ট বিভাগে কর্তব্যরত ডা: উম্মে কুলসুম বিউটি,

ডঃ মনীষা- মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, আনোয়ার হোসেন,জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়,সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার,মিডওয়াইফ লতা রায়সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য গত ২৮শে জুন শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট ডিউটিতে এসে বর্বর হামলার শিকারের ঘটনা ঘটে। এঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ