শিরোনাম
ছাতকের কালারুকা ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরন জগন্নাথপুরে অতর্কিত হামলায় মৎস্যজীবি দুই যুবক আহত সিলেটে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ হরিরামপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেঃমি ফাইনাল খেলা অনুষ্ঠিত। সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নিখুঁত প্রশাসন স্থানীয়দের কাছে প্রশংসার যোগ্য ছাতক পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

বুড়িচংয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

কুমিল্লা  প্রতিনিধি :

হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জয়নুল ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘোষ মাতৃ ভান্ডার দোকানের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো ২,০০০ করে মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের পাঁচোড়া (গাজী বাড়ী) এলাকার বাসিন্দা গাজী ময়নাল হোসেন (৫৫), পিতা-মৃত জাহেদ আলী ও একই ইউনিয়নের পাঁচোড়া গ্রামের বাসিন্দা রত্না আক্তার (৩০), স্বামী-ফিরোজ আহম্মেদ, পিতা-ইউনুছ আলী।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। বুড়িচংকে মাদকমুক্ত রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ