শিরোনাম
সুনামগঞ্জ-৪ এ ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্বস্তরের জনসাধারনকে  সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটের কোম্পানীগঞ্জ সিইউজে-এর অভিষেক; পবিত্র আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান  মানিকগঞ্জে কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন।  সিলেটে চোরাকারবারের প্রতিবাদ করায় বসতঘরে হামলা ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন  না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান” আজ সোমবার ২ টায় জানাজা ছড়ারপার বালুর মাঠে অনুষ্ঠিত হয়  পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

মহাসড়কে নেই সুরক্ষা পিলার বিপদে ১৪টি পরিবার 

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সীমানা পিলার না থাকায় আতঙ্কে আছে কয়েকটি পরিবার | উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী নেকমরদ মহাসড়কের পাশেই ভোলাপাড়া (পাহানপাড়া) নামক স্থানেই নেই সীমানা পিলার, | স্বাধীনতার পূর্ব থেকে ক্ষুদ্র- নৃগোষ্ঠী (পাহান) সম্প্রদায়ের মানুষজন বসবাস করে আসছেন এই গ্রামে | মহাসড়কে পাশে তাদের ঘর বাড়ি থাকায় পাহান সম্প্রদায়ের মানুষজন সহ কোমলমতি শিশুরা রয়েছে চরম বিপদের মুখে। প্রতিদিন এই রাস্তা দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী কোচগুলা চলাচল করে। এই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো এলাকার মানুষের জন্য বিপদের ফাঁদ হয়ে দাড়িয়েছে সীমানা পিলার না থাকায় | উপজেলা চত্বর থেকে ভোলাপাড়া (পাহানপাড়া) এলাকার দূরত্ব ৬ কিলোমিটার। রাস্তার কিছু কিছু জায়গায় লাল রঙ্গের পিলার দেখা গেলেও এই গ্রামটির রাস্তার পাশে কোন লাল রঙ্গের পিলার নেই। রাস্তার পার্শ্বে দেখা যায় সরকারি কিছু আম আর জামের গাছ। এই বিষয়ে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি সংগঠনের সহ সভাপতি এবং এলাকার আদিবাসী প্রতিনিধি শান্ত পাহানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান— আমাদের এই মহাসড়কে রাস্তার সাইডে কোন সুরক্ষা পিলার নেই। এইটা নিয়ে আমরা উপজেলার বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট  অর্গানাইজেশন (ইএসডিও) মাধ্যমে মিটিংয়ে  আলোচনা এবং সমাধানের উপায়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। তারপরেও কোন ফলাফল দেখতে পাইনি। আমাদের রাস্তার সাইডে যদি দ্রুত সুরক্ষা পিলার না দেওয়া হয় তাহলে রাস্তার পার্শ্বে থাকা ঘর বাড়ি বড় ধরনের ক্ষতির আশংঙ্কা রয়েছে।ঢাকাগামী কোচগুলোর বেপরোয়া গতির কারণে বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই আমি উপজেলা প্রশাসনের পাশাপাশি বিষয়টি ডিসি স্যারকে সরেজমিনে সু- দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এই ভোলাপাড়া (পাহানপাড়া) গ্রামটিতে সারি সারি আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। এই পাহান সম্প্রদায়ের লোকজনের রাস্তার সাইডে বাড়ি ঘর থাকায় তারা প্রতিদিন সাবধানে চলাফেরা করেন। তাদের একটা ভয় কখন যে রাস্তার যানবাহনগুলো তাদের ফুট ফুটে সাজানো গোছানো ঘর বাড়ি এবং কোলমতির শিশুদের ক্ষতি করে ফেলে । আদিবাসী পাহানদের দাবি দ্রুত আমাদের রাস্তার পাশে সুরক্ষা পিলার স্থাপন করে হোক । এই এলাকায় যদি সুরক্ষা পিলার দেওয়া হয় তাহলে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে এলাকার মানুষ রক্ষা পাবে। এবং খুব সহজেই এই এলাকার আদিবাসী কোলমতি শিশুরা খুব সহজে প্রতিদিন স্কুলে যেতে পারবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ