পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্যাপুরের মিরপুর কাচারি বাজারের লাজু মিয়া নামের এক চালের ব্যবসায়ীর গুদাম ঘর থেকে ৩৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম । এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাবু মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলা সহ সাদল্লাপুরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে সরকারি চাল কেনা-বেচা করছে । হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারে বিক্রয় করার জন্য মিরপুর সহ পীরগঞ্জের মাদারগঞ্জ বন্দর এলাকায় একাধিক ঘরে মজুদ করে রাখত। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রয় করত । ঘটনা সূত্রে জানা গেছে, ২২ মে/২৫ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার I এ সময় চালের মজুদার লাজু মিয়ার (৫৫) একটি ধানের গুদাম থেকে ৩৬ বস্তা চাল জব্দ করা হয় । তথ্যসূত্রে জানা গেছে, সে রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের ফতু শেখের পুত্র । সে দীর্ঘদিন থেকে গরিব মানুষকে ঠকিয়ে কালোবাজারে চালের ব্যবসা করে আসছে । চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।