ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনে ভালুকা পৌরসভা মহিলা দলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিয়া ইয়াসমিন রীতা। ঘোষিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাপী আক্তার, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাহমুদা রহমান এবং সিনিয়র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চায়না আক্তার।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সহ-সভাপতি: লিটা আক্তার, ফরিদা ইয়াসমিন, মার্জিনা আক্তার, আম্বিয়া খাতুন, শরিফা আক্তার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: নাজমা আক্তার। সাংগঠনিক সম্পাদক: শেফালী আক্তার, ফারজানা আক্তার।কোষাধ্যক্ষ: কল্পনা আক্তার। দপ্তর সম্পাদক: সানজিদা আফরোজ রুপা। প্রচার সম্পাদক: শাহনাজ আক্তার। সমাজ কল্যাণ সম্পাদক: কামরুন্নাহার। গণশিক্ষা বিষয়ক সম্পাদক: আসমা আক্তার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ঝুমা রানী বিশ্বাস। ক্রীড়া সম্পাদক: ফরিদা খাতুন।
দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি গঠনের মাধ্যমে ভালুকা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা, দলীয় ত্যাগ ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেত্রীগণ দলের প্রতি তাদের আস্থা ও নিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং ভবিষ্যতে দলের কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।