ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২১শে মে) বেলা ১১টায় উপজেলার ভাঙন কবলিত বিষখালী নদী তীরবর্তী রানাপাশা ইউনিয়নের হদুয়া প্রান্ত থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভাঙন ঝুকিতে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগস্তদের সাথে কথা বলেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান,ররানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে নলছিটি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে অতি দ্রæত পদক্ষেপ গ্রহনের উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করা হবে বলেও স্থানীয়দের আস্বত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম।
ইতোমধ্যে বেশ কয়েক বছর যাবত নদীর ভাঙনের কবলে পরে ওই এলাকার অনেক বারিঘর এবং বেরিবাধও ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে । পার্শ্ববর্তী দুটি ইউনিয়নকে নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাচাতে ব্যবস্থা গ্রহনের দাবিতে কিছুদিন আগে মানববন্ধন করেছিলো স্থানীয়রা। ### ২১শে মে ২০২৫ইং।