কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়ায় মিরপুর বেনারসী পল্লীর বৃহৎতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘গণচেতনা’র উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২১ মে বুধবার বিকালে ঢাকা সড়কের ‘নেমো ফিলিং স্টেশন’ সংলগ্ন মাঠে এ মেলার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠন ‘গণচেতনা’র সভাপতি উদ্যোক্তা মোঃ জয়নাল আবেদীন জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে থাকে। এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী কাপাসিয়ায় মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, কাপাসিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা সোহাগ, টিপু প্রমুখ। এছাড়া জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন ‘গণচেতনা’র সাধারণ সম্পাদক আল ইসলাম ও কোষাধ্যক্ষ মমতাজ পাটোয়ারী জানান, মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে। এর ফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের জন্য মেলায় নাগরদোলা, হানি সিং, বিমান, ট্রেন সহ বিভিন্ন খেলার সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তারা উৎসাহিত হবে।
দীর্ঘদিন পর কাপাসিয়ার ঢাকা সড়কে দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে এ মেলা শুরু হলো। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানগুলো পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায়। তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে।
আয়োজকরা জানান, মেলায় ছোট-বড় মিলিয়ে ৫০টি স্টল স্থান পেয়েছে। মেলায় সাধারণ দর্শক ক্রেতারা ১০ টাকা প্রবেশ ফি দিয়ে দিনব্যাপী কেনাকাটা করতে পারবেন। স্টলগুলোতে শাড়ি, বুটিকসের টু-পিস, থ্রি পিস, জুতা ও কসমেটিক্স, চটপটি সহ নানা প্রকার মজাদার খাবার পাওয়া যাবে। এছাড়া কাপাসিয়ার নারী উদ্যোক্তা গ্রুপের স্টলে বিভিন্ন ধরনের কাপড়, কসমেটিক্স, খাবার সহ নানাবিধ পণ্য পাওয়া যাবে।
আয়োজকরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।