নাটোর প্রতিনিধি:
আগামী ২৪ মে তারুণ্যের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নাটোরের বাগাতিপাড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে বাগাতিপাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এবং সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক। এছাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আগামী ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, তা সফল করতে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।