শিরোনাম
বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিজয়’৭১ সঙ্গীত একাডেমী’র প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়াজ ওয়ায়েজ ছাতকে হত্যা মামলার দুই জন সহ থানা পুলিশ গ্রেফতার করেছে ৩ জনকে দোয়ারাবাজারে বজ্রপাতে নিহত ২, আহত ১, নিখোঁজ ১  রাষ্ট্র যদি ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে – ইফতেখার হোসেন চৌধুরী সাকি” চুনারুঘাটের শাহীন নার্সারিতে সবুজ ফলবৃক্ষের সমাহার-৩’শত প্রজাতির ফল ফুল ও ফলজ বৃক্ষের ভান্ডার একই গাছে ৫ প্রকার,খাবার দেয় এটাই বাংলার গৌরব আকাঙ্ক্ষিত তালের শাঁস। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, পাওয়া গেলো অনিয়মের সত্যতা  বেলাবোতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২ চুনারুঘাটে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের ছায়া
রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

বিজয়’৭১ সঙ্গীত একাডেমী’র প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়াজ ওয়ায়েজ

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

শুদ্ধতম সংস্কৃতি চর্চা একটি জাতির পরিচয়কে অর্থবহ করে তোলে,  শুদ্ধতম সংস্কৃতি চর্চার পীঠস্থান বিজয়’৭১ সঙ্গীত একাডেমী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ‘ওস্তাদ মিহির লালা-সনজিত আচার্য্য-অনুপ পালিত রাশু’ স্মরণে গত ১৬ মে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় সংগঠনের আহ্বায়ক সঙ্গীতশিল্পী মিলন আচার্যের সভাপতিত্বে ও সদস্য সচিব সঙ্গীতশিল্পী সুকুমার দে, পরিচালক খালেদা আক্তার ও সমৃদ্ধি হাওলাদারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক ও ব্যবসায়ী মো. সেলিম নুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর. কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী আন্দোলন কমিটির বিশিষ্ট সংগঠক ইঞ্জিঃ মির্জা মো. ইসমাইল, বিজয়’৭১ এর সহ-সভাপতি মো. আবদুল নুর, বিজয়’৭১ সঙ্গীত একাডেমীর পৃষ্ঠপোষক জসিম উদ্দিন চৌধুরী, বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, কর্ণফুলী আন্দোলন কমিটির সংগঠক লোকমান দয়াল, অন্যতম সংগঠক এস এম পিয়ার আলী। সংবর্ধিত গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কল্যাণী ঘোষ, বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ মানু মজুমদার, সঙ্গীতশিল্পী লাকী আচার্য্য, শিক্ষিকা নিলা বোস, গীতা আচার্র্য্য, বিজয়’৭১ সঙ্গীত একাডেমীর প্রধান পরিচালক নিখিলেশ বড়ুয়া, সঙ্গীতশিল্পী প্রত্যয় বড়ুয়া অভি, রনি গুহ, হাছনা জান্নাত মিকাত, সুচয়ন দে, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার আফছার উদ্দিন অলি, রফিকুল ইসলাম, এইচটি বাংলা টিভির ব্যবস্থাপনা সম্পাদক মো. জসিম উদ্দিন, এইচটি বাংলা টিভির ইসমাইল হোসেন, ইঞ্জিঃ নুরুল আলম, ডা. বেলাল হোসেন উদয়ন, ডা. মুজিবুল হক চৌধুরী, বিজয়’৭১ এর সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ফরহাদ, শ্যামল বৈদ্য, সঙ্গীতশিল্পী রুম্পা দাশ, রূপশ্রী দাশ, সুপ্রিয়া লাকী, অস্মি বড়ুয়া, শুভাগত শর্মা রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোজী চৌধুরী, বিদু চৌধুরী, লিপি তালুকদার, দিলীপ সেনগুপ্ত, সমীরন পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ বলেন, সংস্কৃতি একটি জাতির চেতনাগত অবয়ব। শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মেধা ও মননের বিকাশ সাধিত হয়। সর্বোপরি একটি জাতির পরিশীলিত সাংস্কৃতিকবোধ ঐ জাতিকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের বন্ধনকে শক্তিশালী করে। বিজয়’৭১ সঙ্গীত একাডেমী এই কাজটি করে যেতে পারলে তাদের প্রসার ও স্বীকৃতি অবশ্যই অনিবার্য।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ