শিরোনাম
গুগল ম্যাপে সীমান্তে বিজিবি চিহ্নিত হলেও গায়েব বিএসএফ ক্যাম্প, নিরাপত্তা ঝুঁকিতে উদ্বেগ রংপুরে চাঁদাবাজির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ: কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ  সারী-গোয়াইনঘাট সড়কে  মটর সাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৬, নিহত ১ আধ্যাত্মিক নগরী  সিলেট-১ আসনে এমপি পদে লড়তে চান রেজাউল করিম লিটন স্বপ্ন দেখিয়ে পাঁচ মাসের অচলাবস্থা, নীরব দর্শক বিএমবি চেয়ারম্যান নোবিপ্রবি উপ-উপাচার্য! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৩  সাদুল্লাপুরে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ।। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ মুভমেন্ট  স্ন্যাকস করবেন কেন
শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

নওগাঁয় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৬ জন

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার ৩৬ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়েই স্বপ্নের চাকরি পেলেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানও তিনি।

নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছে, তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছে।

তিনি উত্তীর্ণদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশা করি।

নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজসহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।

এদিকে নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে তিনজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, এ চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ