বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের আর্যপুর এলাকায় মালবাহী ট্রাক্টর উলটে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নিবারন চাকমা (৩৫) নোয়াচান চাকমা (৪৭) লেত্তো চাকমা(৩৫)। এ ঘটনায় ট্রাক্টর চালকসহ সোহেল চাকমা ও সুমন চাকমা নামে দুই শ্রমিক আহত হয়েছেন। আহরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার।
ইউএনও জানান, বাঘাইছড়ি ইউনিয়নে ছয় চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে ৩ জন নিহত হয়েছেন। চালকসহ ২ জন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সমীর গোপাল দে বলেন, আহতদের চিকিৎসা চলছে।
বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ঘটনা স্থলে রয়েছেন।