পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির পরিবারকে হুমকি ও ভয়ভীতির মধ্যে ফেলেছে প্রভাবশালী খোকন খান ও তার সহযোগীরা—এমন অভিযোগ করেছেন এইচ.এম. কাওসার মাসুম ডালিম খান নামের এক ভুক্তভোগী।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ডালিম খান জানান, খোকন খান (পিতা: মৃত জয়নাল খান) ও তার লোকজন জোরপূর্বক তার পৈত্রিক জমি দখল করে রেখেছে। এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিতে থাকে।
ডালিম খান আরও জানান, গত ১৩ জানুয়ারি তিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৬৬৩, ট্র্যাকিং নং: 1Y2L.LY) করেন। পরদিন সকালে তার নিজ বাড়ির ভেতরে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল:
“ডালিম খানকির পোলা, তুই ভুল মানুষের সাথে জামেলায় জড়াইছোস, তোকে যে দিক দিয়া ধ্বংস কইরা দিমু বুঝতেও পারবি না। সাবধানে থাকিস। চিরকুটের পাশে লেখা ছিল ‘Red Zone’, যা পুরো পরিবারকে আতঙ্কিত করে তোলে।
তিনি বলেন, “আমার স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতের বেলা ঘুমাতে পারি না। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, খোকন খান গং আদালতের স্থিতাবস্থা আদেশ ও পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের জমিতে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরির তদন্ত চলছে। আমরা যেকোনো ধরনের হুমকি, ভীতি প্রদর্শন কিংবা অবৈধ দখলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।