চাঁদপুর প্রতিনিধি:
বন্ধ হয়ে গেলো প্রতাপসাহা এলাকার আলীম পাড়া-গাঙ্গুলী পাড়া নতুন সংযোগ সড়কের নির্মাণ কাজ। এতে নিত্যদিনের যাতায়াতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার কয়েক শতাধিক পরিবার ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের এমন গুরুত্বপূর্ণ একটি স্থানের এমন নতুন নির্মানকৃত সড়কটির কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয়রা। তাদের দাবি দ্রুত যেনো সড়কটির কাজ সম্পন্ন করা হয়।
জানা যায়, প্রায় ৪/৫ মাস পূর্বে চাঁদপুর পৌরসভার অর্থায়ণে চাঁদপুর সিএসডি গোডাউনের রেলপথের প্রবেশ মুখ (লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের গেট) হতে ছায়াবাণী রেলগেট পর্যন্ত শহর বাসির যাতায়াতায়ের জন্য নতুন একটি সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু করা হয়। সড়কটি নির্মাণ হওয়ার স্বার্থে স্থানীয়রা যার যার নিজ খরচে তাদের বাউন্ডারি ভেঙ্গে চাপিয়ে নেন এবং বিভিন্ন গাছ গাছালি কেটে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও ভেঙ্গে ফেলেন।
সরজমিনে দেখা যায়, প্রায় ৪ মাস পূর্বে কাজ ধরা হলে নতুন এই সড়কটির প্রায় ৬০ ভাগ ঢালাই কাজ সম্পন্ন করা হয়। আর বাকি প্রায় ৪০ ভাগ কাজ সম্পন্ন করা হলেই চাঁদপুর শহরের আলীম পাড়া-গাঙ্গুলী পাড়া নতুন এই সংযোগ সড়কটির কাজ সমাপ্ত হয়ে যাওয়ার কথা।
স্থানীয়রা জানান, গত ২০/২৫ দিন পূর্বে দুই দফা রেলওয়ের লোকজন গিয়ে সড়কের চলমান কাজটি বন্ধ করে দেন।তাই তাদের মনে প্রশ্ন সড়কটির ৬০ ভাগ কাজ সম্পন্ন করা হলেও এতদিন পরে এসে কেনো রেলওয়ের লোকজন রহস্যজনকভাবে এই সড়কটির বাকি কাজ শেষ না হতেই সেটি বন্ধ করে দিলেন? এতে অনেকেই ধারনা করছেন, যে সড়কটি নির্মাণ করা হচ্ছে সেই সড়কটি ছায়াবাণী রেলক্রসিং গিয়ে হাজী মহসীন রোডের সাথে যেখানে সংযুক্ত হবে। কেউ হয়তো কারো একক ব্যক্তিস্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে সড়কটি না হওয়ার জন্য কোনো অভিযোগ করেছেন। তা না হলে কেনো ৬০ ভাগ কাজ হওয়ার পর, এতদিন পরে এসে হঠাৎ রহস্যজনক ভাবে নতুন এই সংযোগ সড়কটির কাজ বন্ধ করে দেয়া হলো।
প্রতাপসাহা এলাকার বাসিন্দা ফজলে মাহমুদ, মোঃ মাজহারুল ইসলাম দাদন, দেলোয়ার হোসেন, অ্যাড শিবলু আলম, শামীম, মোরশেদ আলম মন্টু, সুমন, হাসান, আহসান হাবিব সহ একাধিক ব্যক্তিরা বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন সকাল-বিকাল আল-আমিন স্কুল এন্ড কলেজ ছাত্রী শাখা, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এবং নতুন বাজার মাদরাসা সহ বিভিন্ন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা চলাচল করে থাকেন।
এছাড়া এই সড়ক দিয়ে আলীম পাড়া, পাল পাড়া, গাঙ্গুলী পাড়া, উকিল পাড়া, নতুন বাজারের অনেক বাসিন্দারাও চলাচল করে থাকেন। সড়কটির কাজ মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলেন, দীর্ঘদিনের পরিত্যাক্ত রেললাইনের পাশ দিয়ে যাতায়াত করতে আমাদের অনেক দুর্ভোগে পড়তে হয়। তাই আমরা আমাদের সুবিধার্থে এই সড়কটি নির্মান হওয়ার জন্য নিজ নিজ খরচে আমরা আমাদের নিজেদের জায়গা ছেড়ে দিয়েছি।
আমাদের বাউন্ডারি ভেঙ্গে, বিভিন্ন গাছ গাছালি কেটে এবং ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে চাপিয়ে নিয়েছি। আমরা চাই আমাদের সুবিদার্থে এবং শহরবাসি ও শিক্ষার্থীদের সুবিদার্থে এই সড়কটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হোক। তা না হলে আমরা যে জায়গা ছেড়ে দিয়েছি সেটি যেনো চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দেন। কারো একক ব্যক্তি স্বার্থে যেনো এই সড়কের চলমান নির্মাণ কাজ একেবারে বন্ধ হয়ে না যায় সেজন্য চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।