শ্রীমঙ্গল মৌলভীবাজার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিত বিষয়ে নারী ফোরামের সাথে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী।
ম্যাক বাংলাদেশের উদ্যোগে এবং ফানসা বাংলাদেশের সহায়তায় আয়োজিত সভায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারি আরমান খান। এসময় তিনি শ্রীমঙ্গলের স্যানিটেশন চিত্র তুলে ধরেন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
সভায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নারীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবি সংগঠন নারী ফোরাম সদস্যসহ লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির উপস্থিত ছিলেন।
সভা শেষে নারী ফোরামের পক্ষ থেকে শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের হাতে নারী ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেন নারী ফোরামের নেত্রীরা। এতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে মোট বাজেটের কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দের দাবি জানানো হয়। স্মারকলিপিতে সই করেন নারী ফোরামের সভাপতি সুচিত্রা দেব ও সেক্রেটারি সৈয়দা আরমিনা আক্তার।
নারী ফোরামের দাবি অনুযায়ী, শহরে নির্মিত ছয়টি পাবলিক টয়লেটের মধ্যে মাত্র একটি অন্তর্ভুক্তিমূলক হলেও বাকি পাঁচটি নারী ও প্রতিবন্ধীদের জন্য উপযোগী নয়। ফলে প্রয়োজনের সময় এসব টয়লেট ব্যবহার করা সম্ভব হয় না, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
তারা জানান, শহরের ড্রেনের সাথে অনেক বাড়ির ল্যাট্রিন সরাসরি সংযুক্ত, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। এমনকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে এখনও উন্মুক্ত মলত্যাগ দেখা যায়। পর্যটন শহর হওয়ায় শ্রীমঙ্গলে প্রতিদিন গড়ে পাঁচ-ছয় হাজার পর্যটক আসেন, যাদের জন্যও শৌচাগার সংকট দুর্ভোগের সৃষ্টি করে।
নারী ফোরামের পক্ষ থেকে আরো বলা হয়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিত্যক্ত টয়লেট অপসারণ, মেরামতযোগ্য টয়লেট সংস্কার এবং দরিদ্রদের জন্য ল্যাট্রিন সরবরাহ নিশ্চিত করা দরকার। এজন্য বাজেট প্রণয়নে স্যানিটেশন খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। সবশেষে তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা ছাড়া নগর স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। তাই আসন্ন বাজেটে অন্তত ১০% বরাদ্দ নিশ্চিত করে জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব পালন করতে হবে পৌর কর্তৃপক্ষকে।
শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, নারী ফোরামের স্মারকলিপির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে স্যানেটারি ল্যান্ড ফিল্ড এবং ফ্যাকাল স্ল্যাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য ইতোমধ্যে ২১ কোটি টাকার প্রজেক্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। অনুমোদনের পর কাজ শুরু হবে।