খুলনা প্রতিনিধিঃ
১৭ বছর পর বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (৭ মে)। উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলমাঠ প্রঙ্গাণ সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনকে ঘিরে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। মোংলা উপজেলা বিএনপিতে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্র থেকে জানা গেছে, বাগেরহাট জেলা বিএনপি ঘোষিত তফসিল অনুযায়ী তিনটি পদের অনুকূলে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পদ তিনটি হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলমাঠ প্রঙ্গাণ সেন্টারে। এ উপজেলায় কোনো প্যানেল না হলেও উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম ফরিদ উদ্দিন এবারও সভাপতি পদে সাবেক উপজেলা বিএনপির সা-সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া আবু হোসেন হাওলাদার (পনি), শেখ রুস্তুম আলী, জাকির হোসেন ঝংকার ফকির ও সাকেব উপজেলা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলামের ছেলে মৃধা ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, সুব্রত মজুমদার, সাকির হোসেন, মৃধা তরিকুল ইসলাম, ফারুক মৃধা ও শেখ মোস্তাফিজুর রহমান জনি সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করছেন। মোংলা উপজেলা বিএনপির নেতা নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামিমুর রমহান শামিম, জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিত্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা। মোংলা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪২৬ জন। দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির কমিটির গঠন নিয়ে নানা আলোচনা চলছিল। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দল গোছানোর বিষয়টি ঘোষণা আসলে নড়েচড়ে বসে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শেষমেশ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী ও দলকে সু-সংগঠিত করার জন্য উদ্যোগ নেন নেতৃবৃন্দরা। কয়েকজন বিএনপি নেতা ও ভোটাররা জানান, দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা এমনভাবে একত্রিত হতে পারেননি। যখনই তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছেন তখনই আওয়ামী লীগ সরকারের প্রশাসন দ্বারা নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। কিন্তু এখন পাল্টে গেছে প্রেক্ষাপট। নির্ভয়ে দলীয় নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ছুটছেন ভোটারদের কাছে। তারা আরও জানান, গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচনের উদ্যোগকে বিএনপিসহ উপজেলার অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন। তবে আগামী দিনে মোংলা উপজেলা বিএনপির হাল কে ধরছেন তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। আজ সন্ধ্যার মধ্যেই ঘোষণা হবে মোংলা উপজেলা বিএনপির নেতৃত্ব দেয়ার নেতা নির্বাচনের ফলাফল। আর তখনই বিজয়ের মালা পরিয়ে নেতাকর্মীরা বরণ করে নেবেন প্রিয় নেতাকে।