লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার বাজার এলাকা থেকে যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী।
আটক যুবলীগ নেতা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ধনঞ্জয় এলাকার নুরুল আমিন সবুজের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবু রোববার রাতে বড়বাড়ি বাজার থেকে নিজবাড়ি সংলগ্ন ইন্দ্রারপার বাজার ফিরছিলেন এ সময় পুলিশ তাকে চিনতে পেয়ে গ্রেফতার করেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার অজ্ঞাত অভিযুক্ত যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবুকে গ্রেফতার করছে পুলিশ।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপির একদল দুষ্কৃতিকারী যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবুর বাড়িতে হামলা শুরু করে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ ব্যাপক লুটপাট ও ভাঙচুর করে।