ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বখাটেদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক ডিভোর্সী নারীকে শ্লীলতাহানি ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তিন মাদক ও জ্বীন ব্যবসায়ীদের বিরুদ্ধে।
শনিবার (০৩ মে ২০২৫) সকালে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় দাস বাড়ীর গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী ফাহিমা আক্তার (২৮) অভিযোগ করে বলেন, আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর আমি আমার এক সন্তান নিয়ে বাবার বাড়িতে উঠি। বাবার বাড়িতে আসার পর থেকে স্থানীয় ৩ জন বখাটে আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাসেল আমার পথরোধ করে রুবেল ও শাকিলকে সাথে নিয়ে জোড়পূর্বক টানা হেচরা করে আমার শরীরের জামা কাপর টেনে ছিড়ে ফেলে। আমি চিৎকার করলে আমার মা ও ভাবী এসে আমাকে উদ্ধার করে।
ফাহিমার ভাবী বিবি ফাতেমা ঘটনার সত্যতা স্বীকার করে এই প্রতিবেদককে বলেন, আমার ননদ কিছুদিন পূর্বে আমাকে জানায় রাসেল আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। রাসেল রুবেল শাকিলরা প্রভাবশালী হওয়ায় আমি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে না করি। পরবর্তীতে আজকে ওরা আমার ননদ বাহিরে গেলে ওরা তিনজন পথরোধ করে শ্লীলতাহানি করে পরবর্তীতে ওর চিৎকার চেচামেচির শব্দ পেয়ে আমার শাশুড়ি ও আমি তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা আদালতের সরনাপন্ন হয়ে একটি অভিযোগ করবো।
এবিষয়ে অভিযুক্ত ওই তিন যুবকের বক্তব্য নিতে চাইলে তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এ বিষয়ে বলেন, আমার কাছে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।