শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বরিশাল বিভাগের কেন্দ্রভূমি (প্রবেশদ্বার) বাকেরগঞ্জকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে আজ ২৮ এপ্রিল দুপুর ১১ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

গর্বের বাকেরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস এবং সদস্য সচিব মোঃ সজল মাহমুদ সিকদারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অনন্যের মধ্যে গর্বের বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কেএম সাইফুল ইসলাম শিহাব, ভরপাশা ইউনিয়নের সদস্য সচিব গাজী নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, মোঃ খায়রুল কাজী, মোঃ সাব্বির হোসেন, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রিপন হাওলাদার, মোঃ তুহিন আকন, মোঃ মিরাজ হাওলাদার, মোঃ মেহেদী হাসান এবং বাকেরগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের নির্বাহী পরিচালক এইচএম রাহাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গর্বের বাকেরগঞ্জের সদস্যরা মনে করেন, ভৌগলিক অবস্থান, ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বরিশাল বিভাগের বাকেরগঞ্জেই চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণের করা উচিৎ। ঢাকা-চট্টগ্রাম-খুলনা-সিলেট-রাজশাহীর মতো বড় বড় শহরগুলোর তুলনায় দেশের দক্ষিণাঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অনেক পিছিয়ে। নদীপথে যোগাযোগের অসুবিধা, চিকিৎসক সংকট এবং পর্যাপ্ত হাসপাতালের অভাবে এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। দেশের দক্ষিণাঞ্চলের এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে তা হবে সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত, যা দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে।

 

বাকেরগঞ্জের অবস্থান পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত কুয়াকাটা এবং বরিশাল সেনানিবাসের কেন্দ্রেই অবস্থিত। বাকেরগঞ্জ কে পুরো দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। বাকেরগঞ্জ থেকে চতুর্দিকে সড়ক ও নৌ পথে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো এবং সহজ। বাকেরগঞ্জে যদি চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, তাহলে অত্র বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠির লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। অন্যদিকে বরিশাল সেনানিবাসের দেশ প্রেমিক সৈনিক, পায়রা সমুদ্র বন্দর ব্যবহারকারী এবং সমুদ্র সৈকত কুয়াকাটার পর্যটকরা দ্রæতই আধুনিক, কম সময়ে ও উন্নতমানের সুচিকিৎসা পাবেন বলেও গর্বের বাকেরগঞ্জ মনে করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ