শিরোনাম
সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত সিলেটে জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ হরিরামপুরে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।  ছাতক-দোয়ারবাজারে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে——-সাবেক এমপি মিলন  সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত । আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে আসতে পারবেনা..ফয়েজ আহমদ দৌলত। কানাইঘাট থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত গাফলতির অভিযোগ!  ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন 
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ১০৭ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই।’ দিবসটি পালনে জেলা লিগ্যাল এইড কমিটি নানান কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ ইসহাক, সাধারণ সম্পাদ মোহাঃ মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদসহ জেলার বিভিন্ন উর্দ্ধতন সরকারি কর্মকর্তাগণ।

র‌্যালী শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ ইসহাক, সাধারণ সম্পাদ মোহাঃ মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদ প্রমুখ।

উক্ত সভা সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুন।

আলোচনা সভায় মোঃ মনিরুল ইসলাম ও মোছাঃ সাহিদা খাতুন বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের আইনী সেবার বিষয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

আলোচনা সভায় ইউসুফ আলী ইমন ও মোসাঃ বিলকিস খাতুনকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের সকল বিচারক, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইন পেশায় নিযুক্ত ব্যক্তিরা অংশ নেন।

নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে জেলা আইনগত সহায়তা প্রদান আইন প্রনয়ণ করা হয় এবং উক্ত আইনের মাধ্যমে সুপ্রীমকোর্ট, জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। জনসাধারণকে সচেতন করতে ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড দিবস পালন করা হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ