স্টাফ রিপোর্টারঃ
সরকার ঘোষিত জাটকা রক্ষা অভিযান যা গত ১ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগমী ৩০ এপ্রিল পর্যন্ত এই অভিযাবে এখন ও পর্যন্ত সফল ভাবে এগিয়ে চলছে আলুর বাজার নৌ পুলিশ, যার নেতৃত্ব দিচ্ছেন ফাঁড়ির ইনচার্জ ,,পুলিশ পরিদর্শক নিঃ মোঃ দেলোয়ার হোসেন।
এরই মধ্যে তিনি অবৈধ কারেন্ট জাল-৯০,৭,৩০০ মিটার
নৌকা ৮ টি, জাটকা ইলিশ ১৩০৮ কেজি,
মোট নিয়মিত মামলা ৬টি
আসামী ১৩ জন,গ্রেফতার ৩ টি অবৈধ ড্রেজার জব্দ সহ অসাধু জেলে জাল ও নৌকা আটক করেছেন
যা শুরু হওয়া জাটকা রক্ষা অভিযানের সবচাইতে উল্লেখযোগ্য বলে জানাগেছে।
এ ব্যাপারে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান্, আমরা আমাদের নৌ সিমানায় একটি জাটকা মাছ ও নিধন করতে দেব না। এবং কোন অসাধু জেলে যেন নদীতে নামতে না পারে সেদিকে নজর রাখছি, দেশের সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।