শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে মামলায় ফাঁসানোর হুমকি দিলেন আওয়ামী দোসর পলাশ!

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

সিলেটে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিক’কে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর হুমকি দিলেন জিরো থেকে কোটিপতি বনে যাওয়া আওয়ামী দোসর পলাশ।

গতকাল (২৩ এপ্রিল) বুধবার সিলেটে ধরাছোঁয়ার বাইরে আওয়ামী দোসর পলাশ! শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েছরে বসেছে আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তদের গডফাদার পলাশ। বুধবার প্রতিবেদকের মুঠোফোনে কল দিয়ে সে জানতে চায় কে এই ডকুমেন্ট দিয়েছে তার নাম বলেন, অন্যথায় মামলায় জড়ানোর হুমকি দেয় সে।

এদিকে জিরো থেকে কোটিপতি বনে যাওয়া ওই দুর্বৃত্তের গড়া জালালাবাদ থানার করের পাড় এলাকায় বিলাস বহুল পাঁচ তলা বিশিষ্ট বাড়ির তথ্য নিতে গিয়ে চাঞ্চল্যকর আরও কিছু ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সংবাদ প্রকাশের পরে সে সিলেট নগরীর একজন শীর্ষ স্থানীয় কথিত বিএনপি নেতার শরনাপন্ন হয়েছে। ওই নেতাকে ম্যানেজ করে প্রতিবেদক’কে গায়েল করার জন্য বিভিন্ন ফন্দি আটছে। তবে কথিত বিএনপি নেতার নাম ভয়ে কেউ বলতে রাজি হননি। দু’একজন নাম বললেও প্রতিবেদক’কে সেই নামটি গোপন রাখার অনুরোধ করেছেন। এসময় তারা বলেন, আওয়ামী লীগের আমলে অল্পদিনেই সে আলাদিনের চেরাগ পেয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে। কৌশল অবলম্বন করে ওই পাঁচ তলা বিল্ডিং তার পিতা নির্মাণ করেছেন মর্মে এলাকায় চাউড় করে।

স্থানীয়দের ধারণা এই বিল্ডিং ছাড়াও হয়তো তার গ্রামের বাড়িতেও আরও বিপুল অর্থ সম্পত্তি থাকতে পারে। তাদের মতে দুর্ণীতি দমন কমিশন (দুদক) সরেজমিন তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল। অবিলম্বে তাকে ও তার সম্পত্তির দিকে গোয়েন্দা নজরদারীরও দাবী জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ