বিশেষ প্রতিনিধি :
সিলেটে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিক'কে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর হুমকি দিলেন জিরো থেকে কোটিপতি বনে যাওয়া আওয়ামী দোসর পলাশ।
গতকাল (২৩ এপ্রিল) বুধবার সিলেটে ধরাছোঁয়ার বাইরে আওয়ামী দোসর পলাশ! শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েছরে বসেছে আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তদের গডফাদার পলাশ। বুধবার প্রতিবেদকের মুঠোফোনে কল দিয়ে সে জানতে চায় কে এই ডকুমেন্ট দিয়েছে তার নাম বলেন, অন্যথায় মামলায় জড়ানোর হুমকি দেয় সে।
এদিকে জিরো থেকে কোটিপতি বনে যাওয়া ওই দুর্বৃত্তের গড়া জালালাবাদ থানার করের পাড় এলাকায় বিলাস বহুল পাঁচ তলা বিশিষ্ট বাড়ির তথ্য নিতে গিয়ে চাঞ্চল্যকর আরও কিছু ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সংবাদ প্রকাশের পরে সে সিলেট নগরীর একজন শীর্ষ স্থানীয় কথিত বিএনপি নেতার শরনাপন্ন হয়েছে। ওই নেতাকে ম্যানেজ করে প্রতিবেদক'কে গায়েল করার জন্য বিভিন্ন ফন্দি আটছে। তবে কথিত বিএনপি নেতার নাম ভয়ে কেউ বলতে রাজি হননি। দু'একজন নাম বললেও প্রতিবেদক'কে সেই নামটি গোপন রাখার অনুরোধ করেছেন। এসময় তারা বলেন, আওয়ামী লীগের আমলে অল্পদিনেই সে আলাদিনের চেরাগ পেয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে। কৌশল অবলম্বন করে ওই পাঁচ তলা বিল্ডিং তার পিতা নির্মাণ করেছেন মর্মে এলাকায় চাউড় করে।
স্থানীয়দের ধারণা এই বিল্ডিং ছাড়াও হয়তো তার গ্রামের বাড়িতেও আরও বিপুল অর্থ সম্পত্তি থাকতে পারে। তাদের মতে দুর্ণীতি দমন কমিশন (দুদক) সরেজমিন তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল। অবিলম্বে তাকে ও তার সম্পত্তির দিকে গোয়েন্দা নজরদারীরও দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin