শিরোনাম
আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।  সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত সিলেটে জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ হরিরামপুরে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।  ছাতক-দোয়ারবাজারে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে——-সাবেক এমপি মিলন  সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত । আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে আসতে পারবেনা..ফয়েজ আহমদ দৌলত। কানাইঘাট থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত গাফলতির অভিযোগ! 
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:০১ অপরাহ্ন

চাঁদপুরের লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে জাকজমকপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘সকলকে জনগণের কল্যানে কাজ করতে হবে। নিজেদের মধ্যে অন্তঃকোন্দল থাকলে তাদের স্থান জেলখানায়। যা এই ইউনিয়নের অনেক নেতা-কর্মী অবগত আছেন। ২০০১ সালে বিপুল ভোটে এই ইউনিয়নে বিএনপি নির্বাচিত হয়েছে। আগামী নির্বাচনেও একইভাবে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। এইজন্য দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘তারণ্যের অহংকার তারেক রহমান ও বেগম খালেদা জিয়া স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন। জাতীয়তাবাদীদলের সদস্যরা না থাকলে ৫ আগষ্টের পর একজন আওয়ামীলীগ কর্মীকেও পুলিশ ধরতে পারতো না। কেউ যেন আপনাদের কাঁধে ভর করে বি-শৃঙ্খলা না করতে পারে, তাই সকলকে সজাগ থাকতে হবে। আমরা চাই না বালু সেলিম আর তৈরি হউক। আওয়ামীলীগ ছাত্রলীগ বানিয়ে দেশে অরাজকতা করেছে। প্রধান শিক্ষক ও শিক্ষকদের পিটিয়েছে, লাঞ্চিত করেছে। মাদক সেবন করিয়েছে। আর তারেক রহমান স্কুলে স্কুলে ছাত্রদলের কমিটি করার নির্দেশ দিয়েছে। তারা স্কুলের খেলার মাঠ, লাইব্রেরীসহ বিভিন্ন সমস্যা নিয়ে পৌর ও থানা কমিটির সাথে সমন্বয় করবে। আর পৌর ও থানা কমিটির নেতৃবৃন্দ তাদের সমস্যাগুলো সমাধানে ইউনোসহ বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে সমাধান করবেন।’

মা-বোনদের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি বলেন, আমাদের দেশের ৫২ শতাংশ ভোটার নারী। চাকুরী দেয়ার নামে কোন ধরনের প্রলোভনে আপনারা পরবেন না। ৩১ দফা জনগনের বন্ধু। এই দফা জনগনের কথা বলে। আমাদের মহিলাদলের নেতৃবৃন্দরা সকাল সকাল বাড়ি বাড়ি গিয়ে এই ৩১ দফার কথা জনগনের কাছে তুলে ধরবেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।

লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া নুরুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী।

লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদ বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: আজহারউদ্দীন মিয়া,সমন্বয়ক ও চাঁদপুর সদর উপজেলা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, লক্ষিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া, সদস্য নাছির খান।

জাতীয় সংঙ্গীত ও দলীয় গান পরিবেশনের মাধ্যমে সম্মেলনের শুরু হয়।

সবশেষ লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন সদর থানা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুমন আহম্মেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, যুগ্ম সম্পাদক গফুর বেপারী, নাছির খান, সাংগঠনিক সম্পাদক বাদল খানের নাম ঘোষণা করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ