শিরোনাম
হরিরামপুরে সামান্য ঠান্ডা- জ্বরে ডাঃরিজুয়ান শিশুদের দিচ্ছেন,এন্টিবায়োটিক, স্টেরয়েড,ডাইক্লোফেনাক   নান্দনিক সিলেট গড়ার লক্ষ্যে কাজ করছেন খন্দকার মুক্তাদির  আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।  সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত সিলেটে জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ হরিরামপুরে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।  ছাতক-দোয়ারবাজারে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে——-সাবেক এমপি মিলন  সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ।
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, ডিম্পল আইসক্রিমকে জরিমানা 

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীতে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ- পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রুবেল হোসাইন।

জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলারভোকেশনাল সড়ক সজ্জনকান্দা ও পান্না চত্ত্বর প্রধান সড়ক এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, কনফেকশনারী, আইসক্রিম ও খাদ‌্য সামগ্রী উৎপাদনকারী

প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে সজ্জনকান্দার ডিম্পল আইসক্রিমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ