সিলেট বুলেটিন ডেস্ক:
গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ঘোষিত ধর্মঘটের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন মিরপুর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজের মূল ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
কলেজের অধ্যক্ষ বলেন, “আমরা গাজায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। সকল ধর্মপ্রাণ মুসলমানদের উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা। এতে করে ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হবে।”
বক্তারা বলেন, “এই গণহত্যা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো এখন মানবতার প্রশ্ন। আমরা তাদের জন্য প্রার্থনা করছি।”
বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মানববন্ধন ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।