চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় যাত্রী সেবা নিশ্চিত ও ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় আলগী বাজার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৬ যানবাহনে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উন্মে সালমা নাজনীন তিশা জানান,পবিত্র ঈদুল ফিতর শেষে সাধারণ জনগণ বিভিন্ন যানবাহন করে তাদের কর্মস্থলে ফিরছে এর মধ্যে অনেকেই আছে তাদের আত্মীয়-স্বজনের সাথে ঈদ কাটিয়ে তাদের নিজ গৃহে ফিরছেন এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু যাত্রীবাহী ডাইভার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাহিরে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এরই পরিপ্রেক্ষিতে আমরা আজ আলগি বাজার মোড়ে মোবাইল কোট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাই এবং অভিযোগের সত্যতা পেয়ে ছয়টি যান বাহনে মোবাইল কোট বসিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার এবং যাত্রী সেবা নিশ্চিত আমাদের এই ধরনের অভিযান চলবে বলে ও জানান তিনি।