পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাশ্রাদ্ধি ৯নং ওয়ার্ডের সাকিনে ৩,০০,০০০/-টাকা দিয়ে ৭.৫০ শতাংশ সম্পত্তি ক্রয় করে মোঃ নজির খান (৪৫),পিতা-মৃত সেরাজ আলী খান, সাং- কালারাজা ৯নং ওয়ার্ড, ইউপি -চিকনীকান্দী,থানা গলাচিপা, পটুয়াখালী।
সরেজমিনেগিয়ে জানা যায়,তিনি বিগত ১মাস আগে তার কবলাকৃত সম্পত্তিতে ২,০০,০০০/-টাকা খরচ করিয়া একটি টিনসেট বসত ঘর নির্মাণ করে এবং টিনসেট বসত ঘরে
৫০,০০০/-টাকার আসবাবপত্র ছিল।
ঘটনার তারিখ ০৫/০৪/২০২৫ ইং, রোজ শুক্রবার রাত আনুমানিক ১.৩০ থেকে ভোর ৪.৩০ মিনিটের মধ্যে। উক্ত এই ঘটনা ঘটে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাশ্রাদ্ধি ৯নং ওয়ার্ডের সাকিনস্থ কবলাকৃত সম্পত্তির বসত ঘরের উপর।
এঘটনা শুনিয়া নজির খান,গলাচিপা থেকে বাউফল আসিয়া উক্ত ঘটনার বিষয়ে সাক্ষীদের ও স্থানীয়- লোকজনের কাছ থেকে শুনতে পায় যে,ভূমিদস্যু আওয়ামী পন্থীরা রাতের আঁধারে দেশীয় অস্ত্র ও ঘর ভাঙ্গার সরঞ্জামাদি নিয়া তার টিনসেট বসত ঘর খুলিয়া ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র গুলো নিয়ে যায়।
এ ব্যাপারে নজির খান বলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বাউফল থানায় গিয়ে তিনি বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই ভূমি দস্যু আওয়ামী পন্থীদের বিচারের দাবি করেন ভুক্তভোগী নজির খান।
এঘটনায় যারা ছিলেন ১/ মোঃ সোহরাব গাজী (৫৫),২/ মোঃ আব্দুল ওহাব গাজী (৬০),৩/ মোঃ জাফর গাজী (৫০),পিতা-মৃত নুর মোহাম্মদ গাজী, ৪/ মোঃ সুমন গাজী (৩০), ৫/ মোঃ সোহাগ গাজী(২৫),পিতা-আব্দুল ওহাব গাজীসহ অজ্ঞাত নামা আরো ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিল বলে জানান।
এছাড়াও স্থানীয় লোকজনদের কাছে সংবাদ কর্মীরা জানতে চাইলে একইকথা বলেন যে,এরা আওয়ামী সরকারের আমলে সন্ত্রাসী ও ভূমিদস্যু কার্যকলাপে লিপ্ত ছিল,এখনো তারারাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে এগুলো করে বেড়ায়,তাই এদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয় লোকজন।