শিরোনাম
হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় পোমকারা গ্রামে ভূমি দস্যু শানু ওরফে চান মিয়া, এবং চানমিয়ার তিন ছেলে ওয়াজেদ,শরিফ উদ্দিন, মাজহারুল, সহ প্রবাসির বাড়িতে হামলা ও ভাঙচুর সহ লুটতরাজের অভিযোগ ” এই বিষয়ে ইরাক প্রবাসী টিটন মিয়া জানান আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ” হিসেবে’ আমি হাত জোড় করে সংবাদকর্মী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি যেন ন্যায্য বিচার পাই আমার বাবা দীর্ঘ ৫০ বছর যাবত কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসা করেছিলেন এই সুবাদে আমরা বাড়িঘরে যাইতে পারি নাই বাড়ি করার খোঁজ খবর রাখতাম হঠাৎ করে শুনতে পেলাম আমার চাচা ভূমি দৃশ্য শানু ওরফে চান মিয়া আমাদের বাড়িঘর জায়গা জমি সবগুলা দখল করে নেন, তারপর ২০০৩ সালে গ্রামের সাইলাসীর মাধ্যমে ষোলআনা গ্রামের চেয়ারম্যান মেম্বার বসে আমাদেরকে রায় করে দেন আমাদের পক্ষে ” আমরা সন্তুষ্ট হয়ে আবার আমাদের কর্মস্থলে ইরাকে ফিরে আসি “আসার পর আজকের দীর্ঘ অনেক বছর পর আবার উনি জায়গা দখল করেন উনি দাবী করেন উনি বলেন সব সম্পত্তির মালিক ওনি, আমার কাছে ডকুমেন্ট আছে সে কোন ডকুমেন্ট দেখাতে পারেনা, কিন্তু সে ভূমিদস্য ওর ছেলেপেলে আত্মীয়-স্বজন নিয়ে সে জোরপূর্বক আমাদের বাড়িঘর দখল করে রাখেন নিরুপায় হয়ে আমার বাবা আইনগত ব্যবস্থা নেন ব্যবস্থা নেওয়ার পর ২০ বছর মামলা চলার পর গত ২০২৩ সালে কোট আমাদেরকে রায় প্রদান করেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিজ্ঞ আদালত শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম আউয়ায়ুল – কে মাননীয় আদালত উনাকে আমার কাগজপত্র দেন আমাকে জায়গা বুঝায় দেওয়ার জন্য সাইফুল ইসলাম (আওয়াউল) চেয়ারম্যান সাহেব ভূমিদস্য শানু ওরফে চান মিয়াকে নোটিশ করলে উনি কোন পাত্তা দেন না আওয়ামী লীগের ছত্রছায়া সে চেয়ারম্যান কেও মানেনাই তারপর সে অনেক রকমের তালবাহানা করে তারপর আমার বাবা বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর আমার বাবাকে সে বকজকা করে, লাঠি সোটা নিয়ে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেন” দেওয়ার পর বলেন যে আমি মামলা রায় বিরুদ্ধে আপিল করেছি আপিল শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে আসতে পারবি না” আমার বাবা নিরুপায় হয়ে কোম্পানীগঞ্জ চলে আসেন আসার পর ২০২৩ সাল অক্টোবরের ২৯ তারিখ আমার বাবার দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন, বাবা মৃত্যুর পর আমরা বাড়িতে গেলে আমাদেরকে হুমকি দেন এখানে আসলে জিবনে মেরে ফেলবো,

এর পরে ভয়ে আমার পরিবারের কেউ আর পোম কারা গ্রামে যেতে পারছি না ” পাড়া-প্রতিবেশী থেকে খবরা খবর রাখি আমাদের ঘর দুয়ারের অবস্থান এবং জায়গা জমির অবস্থা “গত ১-৪-২০২৫ তারিখে গোপন সূত্রে শুনতে পেলাম আমার ঘর ভেঙ্গে উনি নিয়ে যাচ্ছেন – খবর পেয়ে আমি আমার ছোট ভাই নাসির উদ্দিন এবং আমার বোনের জামাই জুয়েল এবং চাচাতো ভাই রাসেল, ফুফাতো ভাই ইয়াকুব আলী সহ তাদেরকে আমি পাঠাই’ পাঠানোর পর সে আমার ভাইদেরকে দেখে এই ভূমিদৃস্য চান মিয়া এবং তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে আমার ভাইদের উপরে অতর্কিত হামলা করেন এবং লাঠি সোটা নিয়ে আসেন একদল সন্ত্রাসী বাহিনী , তাৎক্ষণিকভাবে আমি মেম্বার সাহেবকে ফোন করলে মেম্বার সাহেব বলেন যে আমি এখন যাইতে পারবো না আমি এখন ব্যস্ত আছি আমি বিষয়টা পরে দেখবো “কিন্তু মেম্বার সাহেব আমাদের ওয়ার্ডের বাদল মেম্বার সাহেব এটার কোন গুরুত্ব দেন নাই ” তাই আমি সাংবাদিক বৃন্দ এবং ব্রাহ্মণপাড়া থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি “আমি একজন রেমিটেন্স যোদ্ধা প্রায় ১৪ বছর ধরে প্রবাসে

কাজ করছি ” আমি প্রশাসনের নিকট ” গ্রামের সুশীল সমাজের নিকট ” হাত জোড় করে করে অনুরোধ করছি এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমাকে এবং আমার পরিবারের কে বাচান এবং আমাদের জমিজমা বাড়ি ঘর রক্ষা করে আমাদেরকে স্বাভাবিকভাবে জীবন-যাপন করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি !

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ