কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঢাকায় অবস্থানরত কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চড়সিতাইঝাড় নয়ারহাটের এক ঝাঁক কওমি ছাত্র ও জেনারেল ছাত্রদের সমন্বয়ে গঠিত
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা পাঁচগাছি ও উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন অসহায় ও হতদরিদ্রদের মাঝে
ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত ৩০ মার্চ শনিবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি হাফেজ মাওলানা হাসান মাহমুদ, সহ-সভাপতি হাফেজ মোশারফ হুসাইন, সাধারণ সম্পাদক, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। ঈদ সামগ্রী বিতরণের
প্যকেজ সংখ্যা ৪০ টি প্যকেজ বিবরণি
১ কেজি লাচ্ছা,৫০০গ্রাম চিনি ,২কেজি আলু ১ কেজি পেঁয়াজ
১ কেজি চিনিগুড়া চাউল ,৫০০ গ্রাম তেল , দুধের পেকেট একটি প্রতিজনের মাঝে বিতরণ করা হয়।