সিলেট বুলেটিন ডেস্ক:
জামালপুরের ইসলামপুরে কথিত ঈদমেলার নামে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। বুধবার বিকালে পৃথক তিনটি মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকায় সেনাবাহিনী ও ইসলামপুর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করে। এসময় ২১ টি মোটরসাইকেল, ৩২টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে স্থানীয় একটি চক্র কথিত ‘ঈদমেলা’ নামে জুয়ার আসর বসিয়ে অশ্লীল নাচ-গানের আয়োজন করছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিন নারীসহ ৩৮ জনকে আটক করে।
এ ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে জুয়া নিরোধ আইনে মামলা করেন। এছাড়া যৌথ বাহিনীর সঙ্গে অসদাচরণ ও মারমুখী আচরণের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরও ১৪ জনের বিরুদ্ধে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দের নামে এই ধরনের অনৈতিক কার্যকলাপ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাঁরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া, তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এ এলাকায় আগে থেকেও এ ধরনের কার্যকলাপ চলছিল। তবে প্রশাসনের কড়া নজরদারির অভাবে এই চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে। এবার যৌথ বাহিনীর সফল অভিযানে এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হলো। তবে এলাকাবাসী চান, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে প্রশাসন আরও তৎপর হোক।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ঈদমেলার আড়ালে জুয়া খেলা ও অশ্লীল নাচ-গানের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে তিন নারীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।’