শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত 

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গেলে মা ও বাবাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। মুমুর্ষ অবস্থায় দুই ভাইকে নরসিংদী সদর হাসপাতালে নেবার পর সাকিব কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ভাই রাকিবকে ঢাকায় নেয়ায় পথে মৃত্যু হয়। সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার ঘোড়াশালের ভাগদী গ্রামের কুড়ইতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, করতেতৈল গ্রামে আশ্রাফ উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। আহত হয়েছেন নিহতদের পিতা আশ্রাফ উদ্দিন ও তার স্ত্রী রাবেয়া খাতুন।

 

নিহতদের স্বজনরা জানায়, নিহত রাকিব ও তার পিতা আশ্রাফ উদ্দিন বিদেশে লোক পাঠাতো। একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি। সোমবার ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হয়। তারা করর্তাতৈল এলাকায় ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে জানা যায়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত ডা. সুদীপ কুমার সাহা গণমাধ্যম কে জানান , সাকিব ও রাকিব নামে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এর মধ্যে সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথেই সে মারা যায়। তাদেও মাথায় ও শরীওে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা

যাবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন গনমাধ্যমকে জানান , চোর সন্দেহে দুই জনকে গনপিটুনী দেয় স্থানীয়রা।এতে তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে প্রতিবাদ করতে গিয়ে পূনরায় পিটুনীর ঘটনা ঘটেছে।

আমরা তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা ।

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ