শিরোনাম
থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামী গ্রেফতার ৬ পাথরকুয়ারী খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বদরুজ্জামান সেলিম কোম্পানীগঞ্জে বড় ভাই’র কেঁচির আঘাতে প্রাণ গেল প্রবাসী আপন ছোট ভাইয়ের  ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টসহ আশপাশে রেলওেয়ের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ  ২৭ বছর পর পৌরসভায় অফিস ব্যবস্থাপনা বিষয়ের উপর কর্মশালার উদ্বোধন  পঞ্চগড়ে বৈশাখী নাট্য উৎসবের আয়োজন।  গাজীপুরে আম ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গর্ভের শিশুর মর্মান্তিক মৃত্যু আহত ৮  বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলা “মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ” পুলিশের নাম ভাঙ্গিয়ে অপকর্মে লিপ্ত কে এই লোকমান? ৫৫বছরে বিএবিএসএস’ সম্পন্ন করলেন বৃদ্ধবয়সী “খাইরুল বাসার”
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

APS এর আয়োজনে ১ টাকায় ঈদের নতুন পোশাক 

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নীলফামারী প্রতিনিধি:

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবে মেতে উঠতে প্রস্তুত সবাই। সাধ ও সাধ্যের মধ্যে নতুন পোশাকসহ যাবতীয় কেনাকাটাও সেরে ফেলেছেন অনেকেই। কিন্তু এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। তাদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছে সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।

শহরের গোলাহাট এলাকায় ১ টাকায় ঈদের নতুন পোশাকের পসরা সাজানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। দোকানে শোভা পাচ্ছে নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। সুবিধাবঞ্চিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নিচ্ছে। নামমাত্র টাকায় নতুন পোশাক পেয়ে খুশি শতাধিক শিশু।

শহরের গোলাহাটের শিশু শবনম ও সুমাইয়া জানায়, উৎসবে তাদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন পোশাক দেওয়া হচ্ছে শুনেই ছুটে আসে। ১ টাকায় পছন্দমতো পোশাক কিনতে পেরে খুশি তারা। এবার ঈদ ভালো কাটবে বলে জানায় তারা।

অসহায় শিশু সাব্বির ও মল্লিকের বাবা নেই। মা অন্যের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। এখনও তাদের জন্য নতুন কোনো জামা কিনতে পারেননি। মাত্র ১ টাকায় নতুন পোশাক পেয়ে তারাও খুব খুশি।

সংগঠনের সদস্য সামিউল, রাজা ও রাব্বি জানান, সুবিধাবঞ্চিত শিশুরা নতুন কাপড় কিনতে পারে না। তাদের ঈদ বর্ণিল করতেই আমাদের এ আয়োজন। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোশাক কিনেছেন। পর্যায়ক্রমে বড়দের জন্যও শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই, চিনি, দুধের ব্যবস্থা করা হবে। এ কার্যক্রম চাঁদরাত পর্যন্ত চলবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ