গাবতলী, বগুড়া প্রতিনিধি:
(২৮মার্চ শুক্রবার) বগুড়ার গাবতলী থানধীন তরফমেরু গ্রামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তরফমেরু সমাজ কল্যাণ পরিষদ ( টি এস কে পি) এর উদ্যোগে গরীব অসহায় ও বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেণ।
উক্ত সংগঠনের সদস্য মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল মজিদ। সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়ারিছ হারেজের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিষাবান মোকছেদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী, এ সময় উপস্থিত ছিলেন, সমাজ কল্যান পরিষদের সহসভাপতি শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম খোকন, সদস্য আব্দুর রউফ, রাজা, রাকিব, শামীম, তুষার, আব্দুল হাই প্রমূখ। শেষে প্রধান অতিথি গরীব অসহায়দের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।