সিলেট বুলেটিন ডেস্ক:
রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে যাত্রীএবং যানবাহনের চাপ থাকলেও নেই কোন ভোগান্তি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার ঢল নেমেছে। শুক্রবার ২৮ মার্চ সকাল থেকে লক্ষ করা যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবেশেরদ্বার দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের ভিড় বাড়লেও চলাচলে কোনো ধরনের ভোগান্তি নেই। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে লঞ্চ ও ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছানো যাত্রীরা বিভিন্ন যানবাহনে তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছেন। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে যাত্রীদের কাছ থেকে । লঞ্চ এবং ফেরিঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে পড়ছে, ফলে যানজটের কোনো সমস্যা দেখা যায়নি । বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এই নৌরুটে ১৭টি ফেরি এবং ২২টি লঞ্চ চালু রয়েছে, যা যাত্রীদের নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করছে।