বগুড়া প্রতিনিধি:।
(২৮ মার্চ শুক্রবার) বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী গ্রামস্থ Clean Fuel EC Distribution Limited এর ২০ গজ দক্ষিণে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান র্যাব-১২ , সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। জানা যায় সিপিএসসি, বগুড়া এর অভিযানে অভিনব কায়দায় যাত্রী বেশে মাদকদ্রব্য পরিবহনকালে উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ মার্চ (বৃহস্পতিবার) আনুমানিক দুপুর ১২ঃ৫০ ঘটিকায় অধিনায়ক র্যাব-১২ মহোদয় এর দিকনির্দেশনায়, র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর নেতৃত্বে ও র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় একটি চৌকষ আভিযানিক দল পরিচালনা করে আসামী লিটন আলী অপু (১৯), পিতা- মোঃ আব্দুর কাদের, মাতা-মোছাঃ ফেন্সি বেগম, সাং- মহারাজা, নয়াবন্দর থানা- রানীসংকৈল, জেলা- ঠাঁকুরগাঁও’কে ৫০ (পঞ্চাশ)বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল, ০২টি সীম সহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম আবুল হাশেম সবুজ, লেঃ কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার র্যাব-১২, সিপিএসসি, বগুড়া। স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো জানান “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় এনে র্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ ধরনের মাদক উদ্ধার ও চোরাচালানকারী আসামী গ্রেফতারে র্যাবের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।