শিরোনাম
একাধিক মামলার আসামি শুটার হান্নান কারাগারে সিলেটে পরিবেশগত কারণে কোয়ারির ইজারা স্থগিত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার  সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন বিয়ানীবাজারে প্রতিবেশীর হামলায় একজন নিহত, আটক ১ সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানায় অভিযান; অস্ত্র-মাদক উদ্ধার; ৯ জন আটক ছাতকের হাওরে-হাওরে বোরো ধান কাটা মাড়াই-ঝাড়াইয়ের উৎসবে এখন কৃষকরা  ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা ভর্তুকির অর্ধ কোটি টাকা আত্মসাত করে এক যন্ত্র বিতরণ করা হলো দুইজনের নামে!
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবেঃ প্রিন্স

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে দেশে স্থিতিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব । নির্বাচনকে প্রলম্বিত করার মাধ্যমে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।

 

শনিবার (২২ মার্চ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজংপাড়া বাজারে ধোবাউড়া সদর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

 

 

 

আলোচনায় এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে প্রহসনে পরিণত করে জনগণের সাথে প্রতারণা করেছিল এবং অনির্বাচিত শাসনের মধ্য দিয়ে দেশকে গভীর সংকটে নিপতিত করেছিল। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার।

 

তিনি বলেন, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকারের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের লক্ষ্যে বৃহত্তর সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে।

 

তিনি বলেন বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে মহল বিশেষ অপপ্রচার করে জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে।

 

তিনি আরও বলেন , আওয়ামী লীগ বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বর্তমানেও শত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ।

 

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স জনসাধারণের প্রতি বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইন-শাহ-আল্লাহ আগামী দিনে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

 

ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল গনি। বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আবদুল কুদ্দুস, মাহবুব-উল-আলম বাবুল, আব্দুল মমিন শাহিন।

 

আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুখ হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ