শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

পবার আঞ্চলিক সড়ক যেনো এক মৃত্যুর ফাঁদ

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক :

রাজশাহী পবা উপজেলার খড়খড়ি বাইপাস থেকে মোহনগঞ্জ আঞ্চলিক সড়কে একটু বৃষ্টিতেই পিচ ঢালা সড়ক পরিনত হয় কাঁদার সড়কে। বৃষ্টির পর কাঁদা মাখা সড়কটি দেখে বুঝার উপায় নেই এটা পাঁকা সড়ক। পুকুর খননের মাটি কাঁকড়া, মাহিন্দ্রা ও ট্রাক যোগে ইটভাটা সহ বিভিন্ন স্থানে নেওয়ার সময় মাটি পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত ২১ই মার্চ ঝিরিঝিরি বৃষ্টিতে আঞ্চলিক সড়কের বেহাল এ অবস্থার সৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি না হয় তবে ধুলায় চোখে দেখা যায় না। সড়কের পার্শ্ববর্তী বাড়ি-ঘরে ঢুকে যাচ্ছে ধুলা। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কের পাশে বসবাসরত গ্রামবাসীর এবং মাঝে মাঝে ঘটে যাচ্ছে সড়ক দুর্ঘটনা।

এলাকাবাসী জানায়,অবৈধ পুকুরের মাটি ইটভাটায় নেয়ার সময় অতিরিক্ত লোডকৃত মাটি রাস্তায় পড়ে সৃষ্টি হচ্ছে ধুলার,আবার একটু বৃষ্টি হলেই তৈরি হচ্ছে কাদা। লোডকৃত মাটিবাহী যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতবিক্ষত হচ্ছে রাস্তা। যে কারনে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসলের মধ্যে ধুলার প্রলেপ পড়ে নষ্ট হচ্ছে ফসল,শুধু তাই নয় ধুলা ডুকে যাচ্ছে বাড়ি-ঘরের ভিতর। আর একটু বৃষ্টি হলে কাদায় পরিনত হচ্ছে রাস্তা। চেয়ারম্যান মেম্বারসহ অনেক জনপ্রতিনিধিরা এ ব্যবসা করছেন সার্বিক ভাবে সহযোগিতা করছে প্রশাসন। আবার কেউ বড় বড় নেতাদের পরিচয় দিয়ে তাদের সাঙ্গপাঙ্গরা করছে এই ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে রাস্তার এ অবস্থা তৈরি হচ্ছে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেও কোন ফলাফল পাওয়া যায় নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ভাল্লুক পুকুর থেকে হাট গোদাগাড়ী পর্যন্ত সড়ক বৃষ্টি হলেই হয়ে যায় মৃত্যুর ফাঁদ। আতিক নামে এক পথচারী বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধুই ধূলা। আজ সকাল থেকে বৃষ্টি এখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই অসম্ভব। মাটির ট্রাক চলাচল বন্ধ না হলে এমন কষ্ট করতেই হবে।

সিএনজি ও অটোরিকশা চালকরা জানান, মাটির ট্রাক চলাচলের কারণে রাস্তায় যাত্রী নিয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। তারপর বৃষ্টি হলে তো কথাই নেই। যাত্রীরাও আতঙ্কে থাকে কখন দূর্ঘটনা ঘটে। প্রতিবেদন সংগ্রহ কালিন অবস্থায় সংবাদ কর্মীদের সামনেই ১ কিলোমিটার রাস্তার মাঝখানে ঘটে যায় লোম হর্ষক ৬টি মটরসাইকেল দুর্ঘটনা।

এলাকাবাসী,পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের প্রশাসনের কাছে দাবি অবৈধ পুকুর খনন বন্ধ করে ইট ভাটার মালিকদের জবাবদিহিতার মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ