গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে আটক করে কারাদন্ড এবং এসময় ব্যবহৃত ২ টি ট্রাক আটক করা হয়েছে। ২১ মার্চ শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন তাঁর নিজ দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড প্রদান করেন।
আদালত সূত্র জানান, উপজেলার সিংহশ্রী ইউনিয়নে ০২ নং ওয়ার্ডের নয়ানগর গ্রামের ফরেস্টফিস ঘাট নদীর চর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলো, মো. সুজন ( ২৫)। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার গয়েশপুর গ্রামের মো. আবুল কালামের পুত্র। একই এলাকার খৈয়ারপাড় গ্রামের ইয়াকুব আলীর পুত্র শিপন (১৯)। অপরজন ময়মনসিংহের ভালুকা এলাকার হবিরবাড়ী গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র রোমান (২৫)।
তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন জানান, একটি সঙ্গবদ্ধ চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে মাটি কেটে অন্যত্র সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উল্লেখিতদের আটক এবং ২টি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে আদালত জানান।