শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পলাশিকুরা গ্রামস্থ হযরত মেম্বারের নির্মাণাধীন বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মিনি পিকআপ ও ভারতীয় মদসহ মো: আনিস (৪৭ ) পিতা মৃত: কাশেম, গ্রাম নন্দীর বাজার, শেরপুর সদর, শেরপুর, এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । রবিবার (১৬ মার্চ) ভোরে ৬:৩০ ঘটিকায় আটক করা হয় এসময় তার কাছ থেকে ৬০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।যাহার মূল্য প্রায় ১,৮০,০০০/- টাকা ডিবি সূত্রে জানা যায়, শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সালেমুুজ্জামানের নেতৃত্বে ও ডিবি পুলিশের উপ- পরিদর্শক (এসআই)
মোর্শেদ আলম সহ অভিযান টি পরিচালনা করেন। অভিযানিক দল রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলায় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ওই মাদককারবারিকে হাতেনাতে আটক করে। এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি)’র ওসি সালেমুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নামে আইনী ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।