সিলেট বুলেটিন ডেস্ক:
আজ ১৫ মার্চ (শনিবার) সোহরাওয়ার্দী কলেজে বিকাল ৪.০১ মিনিটে শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে (কলেজ অডিটোরিয়াম) কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নুরুন্নবী আকন্দ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাজিব হোসেন। ইফতার মাহফিলে প্রায় দুইশতর অধিক পবিত্র কুরআন বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন রুবেল, ঢাকা জেলা ছাত্রশিবিরের সভাপতি তাহসিন আহমেদ ও সাবেক সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মীর হোসেন মিরন এবং কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি বাইজিদ আহাম্মদ।
আরও অতিথিদের মধ্যে ছিল সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, বিভিন্ন ছাত্র কল্যাণ পরিষদ।
এ বিষয় ছাত্রশিবিরের সভাপতি নুরুন্নবী আকন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে কুরআন বিতরণ এবং ইফতার মাহফিল বাস্তবায়ন করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী সাধারণ ছাত্রদের নিয়ে মাস ব্যাপি ফ্রি কুরআন শিক্ষা, কুরআন বিতরণ এবং ইফতার মাহফিল আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সাধারণ ছাত্রদের মাঝে কুরআন শিক্ষার আলো আরো বিকশিত করতে চাই। আমরা চাই কুরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করলে সকল প্রকার বিশৃঙ্খলা, ধর্ষণ, সন্ত্রাশ, খুন, রাহাজানি, ছিন্তাই, এবং অশান্তি দুর করে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে।
ছাত্রশিবির সেক্রেটারি রাজিব হোসেন বলেন, ছাত্রশিবির প্রতিনিয়ত শিক্ষার্থীদের নানাবিধ কল্যাণমুখী কার্যক্রম করে থাকে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।এতে কলেজের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও অংশগ্রহণ করে।
কুরআনের বার্তা সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের এ আয়োজন।